Wednesday, 12 December 2012

অনুরাধা ১৬ খুঁজে নেবোই , অনুরাধা রুনা লেইস


              খুঁজে নেবোই , অনুরাধা    রুনা লেইস
             
              আসবো কাছে তোমার এখন
              মানবো নাতো কোন বারণ 
              চোখ রাঙানো মিষ্টি শাসন  
              এই হৃদয়ে তোমার আসন 
                          তুমিই আমার, অনুরাধা । 

              স্বপ্ন দেখাও স্বপ্ন সাজাও   
              বুকের ভেতর নূপুর বাজাও ,
              ভালোবেসে ভুবন ভাসাও 
              নিঃস্ব আমি, আমি রাজাও
                            তোমার কাছে , অনুরাধা ।

               হারাও যতই অজানাতে   
               দূর আকাশের সীমানাতে  
               হাজার তারার নিঝুম রাতে
               যতই থাকো আড়ালেতে   
                             খুঁজে নেবোই , অনুরাধা ।

Sunday, 11 November 2012

অনুরাধা ১৫ অসীম তো নয় ছোট্ট জীবন, অনুরাধা রুনা লেইস


অসীম তো নয় ছোট্ট জীবন, অনুরাধা      
রুনা লেইস

নতুন স্বপ্নে ভাসছি এখন ,অনুরাধা
সুখের জোয়ার এই আঁধারের সাগর জলে
অরূপরতন দিয়েছ আজ আমায় তুলে
এ কোন খুশী ছড়ালে আজ এই প্রাণেতে ।

এতো আলো জ্বাললে কেন অন্তরেতে
অবারিত জীবন দিলে নতুন দিনে
সকল গরল পান করে আজ পূর্ণ আমি
অমৃত স্বাদ লাভ করেছি এই ক্ষণেতে ।

কালসময়ের খেয়ালি হাত ঢাকলে তুমি
কঠিন পথে হাত বাড়ালে আমার দিকে
মনের ঘরে ধরা দিলে আপন হয়ে
কেমন করে সুখ ছড়ালে এই জীবনে ।

অসীম তো নয় ছোট্ট জীবন, অনুরাধা 
তোমায় বলো কেমন করে কি আর দেবো ?
ভালোবাসা ছাড়া যে আর নেই তো কিছুই
তোমার সাথেই যাবো এবার সহমরণে ।

Saturday, 3 November 2012

অনুরাধা ১৪ তোমার জন্য, অনুরাধা রুনা লেইস


তোমার জন্য , অনুরাধা    রুনা লেইস

জানো না কি ,অনুরাধা
বৃষ্টি রাতের মিষ্টি বাতাস ভেজায় আমায়
এখন বলো চলার পথে কে আর থামায়
তোমার হাতে রেখেছি হাত এই যে আমি
তোমার পথেই পা ফেলে যে চলছি আমি ।
বুঝতে পারি , অনুরাধা
আঁধার মেঘে ঢাকুক আকাশ জানি আমি
না দেখেও আভাস যে পাই তোমার আমি
এমন করে আঁধার পথে ছড়াও আলো
তোমার মতো কে বাসে আর আমায় ভালো ।
তোমার জন্য , অনুরাধা
নই তো এখন একা যে আর তুমি আছো
হৃদয় মাঝে নূপুর পায়ে তুমিই নাচো
তোমায় ছাড়া আর কি কিছু ভাবতে পারি
মনের মাঝে তোমার আমার সুখের বাড়ি ।

Sunday, 14 October 2012

অনুরাধা ১৩ আমার অনুরাধা রুনা লেইস


আমার অনুরাধা   রুনা লেইস
  

বৃষ্টি রাতের এমন মধুমায়ায়
মিষ্টি মিষ্টি আধো আলোছায়ায়
তোমার সাথে এই যে আমার খেলা
লুকোচুরি এমনি সারাবেলা
রুম ঝুম ঝুম নূপুর পরে পায়ে
যাও যে নেচে আমার অনুরাধা ।

তোমার আমার মিলন বাসর মাঝে
নিশীথ রাতের বৃষ্টি সানাই বাজে
গোপন সুখের মদির স্বপ্ন মাখা
দুটি চোখে কি যে মায়া আঁকা
আমার সুরে তোমার হৃদয় নাচে
জানো নাকি আমার অনুরাধা ?

জীবন জুড়ে সুখের ছড়াছড়ি
আকাশ জুড়ে উড়াও স্বপ্ন ঘুড়ি
কেমন করে দিন আসে দিন যায়
সে খবর তো রাখি না আর হায়
তোমার সাথেই যাচ্ছি ভেসে ভেসে
প্রিয়তমা
আমার ,অনুরাধা

Thursday, 11 October 2012

অনুরাধা ১২ অভিসারে ,অনুরাধা রুনা লেইস



অভিসারে ,অনুরাধা        রুনা লেইস

আজকে রাতের এই আঁধারে তোমার সাথেই দেখা হবে, অনুরাধা
আসবো আমি তোমার কাছেই অভিসারে পেরিয়ে  আজ সকল বাঁধা
সাজিয়ে রেখো আমার তরে ফুলের বাসর
বাঁশির সুরে মদির গানে মাতবে আসর
এমন আশার স্বপ্ন ভরা এই শুভক্ষন
তোমার আমার এই মধুময় মদির মিলন ,
প্রিয়তমা ,অনুরাধা ।

বহুযুগের তৃষিত প্রাণ ভরবে আবার একই আলোয় ,অনুরাধা 
গাইবো  সে গান তোমার আমার প্রাণের বীণায় যে সুর সাধা
আসলো বুঝি এতদিনে সুখের পালা
পরিয়ে দিও আজকে তোমার ফুলের মালা
ভালোবাসায় জড়িয়ে নিও আমায় এবার
কতকিছু বাকী আছে তোমায় দেবার
দিব্যজ্যোতি ,অনুরাধা  ।

Tuesday, 2 October 2012

অনুরাধা ১১ স্বপ্নময়ী অনুরাধা রুনা লেইস



স্বপ্নময়ী অনুরাধা  রুনা লেইস
       
                                        এই তো এবার তোমার আসার সময় হল
                                        একটু না হয় ভালোবাসার কথা বলো
                                        এবার না হয় আমার দিকে দৃষ্টি ঢালো
                                        বুকের মাঝে আলোক শিখা একটু জ্বালো
                                                                   স্বপ্নময়ী অনুরাধা ।

                                       কতো কতো প্রহর গেছে প্রতীক্ষাতে
                                       কেটেছে ক্ষণ অভিমানে কষ্টপাতে
                                       প্রাণের বীণা এবার তোমার সুরে সাধো
                                       এবার তোমার আলিঙ্গনে আমায় বাঁধো
                                                                  প্রিয়তমা অনুরাধা ।

                                       তোমার পথেই একলা একা দাঁড়িয়েছিলাম
                                       ফুলের মালায় তোমায় এবার জড়িয়ে নিলাম
                                        আমায় ছেড়ে আর যেও না অনেক দূরে
                                        আমায় শুধু রেখো তোমার হৃদয়পুরে
                                                                    মায়াবতী অনুরাধা ।



Wednesday, 19 September 2012

অনুরাধা ১০ কার জন্যে , অনুরাধা রুনা লেইস


কার জন্যে ,অনুরাধা      রুনা লেইস

কার জন্যে তুমি এমন কষ্টে থাকো
কার বিহনে অভিমানে লুকিয়ে থাকো ?
আমায় কি তা বলবে এবার অনুরাধা ?

তোমার নিয়ে আমার জীবন স্বপ্নে বিভোর
তোমার তরে মনটা আমার তৃষিত চকোর ,
তোমায় কখন কাছে পাবো ,অনুরাধা ?

একটু নাহয় স্পর্শ দিলে মনের ভুলে
আমার দিকেই একটু নাহয় পা বাড়ালে
কি আর ক্ষতি তোমার তাতে অনুরাধা ?

স্বপ্ন আমার তোমায় পেয়ে সত্যি হবে
জীবন আমার তোমায় নিয়ে ধন্য হবে
এইটুকু কি বেশী চাওয়া ,অনুরাধা ?

Sunday, 9 September 2012

অনুরাধা ৯ আকাশপ্রিয়া অনুরাধা রুনা লেইস

 
আকাশপ্রিয়া অনুরাধা      রুনা লেইস  

অনেক কথা বলবো এবার তোমার কাছে
তুমি থাকো আমার সকল সুরের মাঝে   
স্বপ্ন ডানায় উড়ে উড়ে তোমাকে পাই   
 ভালোবেসে তোমার মাঝেই হারাতে চাই
                           প্রিয়তমা অনুরাধা।

আমার মনে এতো খুশির রং ছড়ালে    
মেঘলা ভোরে বুকের মাঝে সুখ জড়ালে
 তোমার নিটোল প্রেমের মাঝে বন্দী আমি
  তোমার মায়ায় সবকিছু যে ভুলি আমি    
                             স্বপ্ন সাথী অনুরাধা। 

     আমিই তোমার বাঁশির দোসর ডাকছি এবার
সময় হল তোমার বুঝি সাড়া দেবার  ? 
আর কতকাল মৃদু হেসেই হারিয়ে যাবে 
তোমার পাশে এখন শুধু আমায় পাবে  
                     আকাশপ্রিয়া অনুরাধা ।

Thursday, 23 August 2012

অনুরাধা ৮ আমায় তোমার আলোয় রেখো... অনুরাধা রুনা লেইস


আমায় তোমার আলোয় রেখো... অনুরাধা
                        রুনা লেইস

সাতরঙা সব স্বপ্ন তোমার হাতের মুঠোয়
যখন তখন আমার পায়ের ধুলায় লুটোয়।
দুহাত ভরে সাজিয়ে দাও ফুলের মালায় 
আমার মতো তোমায় এমন কে আর জ্বালায়
সইবে কত , ... অনুরাধা ?

এই যে জীবন, এতো বেশি কঠিন সময়
সব খানেতেই দুঃখ ব্যাথা যন্ত্রণাময়,
তোমার কাছেই সুখের খনি, খুশীর ছটা
কাটবে কি দিন আনন্দেতে বাকী ক’টা
দেবে কি হায় , ... অনুরাধা ?

এক জীবনে কয়টা জীবন জানি নাতো
পাহাড়, সাগর, আঁকাবাঁকা নদী কতো
এই প্রকৃতির নিবিড় মায়ায় জড়িয়ে রাখো,
আকাশ জুড়ে তোমার আলো, তুমিই থাকো
আমায় তোমার আলোয় রেখো... অনুরাধা ।

Wednesday, 22 August 2012

অনুরাধা ৭ এ কী হলো , অনুরাধা ...!!! রুনা লেইস


এ কী হলো , অনুরাধা ...!!!    রুনা লেইস


এ কী হলো তুমিই বলো , অনুরাধা  
উথাল পাথাল মাতাল সাগর অশান্ত ঢেউ
কেন এমন তীব্র স্রোতে ভাসায় যে কেউ
নেই কূল নেই দিক চিহ্ন কোথায় যাবো ?
তোমার মতো আপন করে কাকে পাবো ?

কেন এমন হয় যে বলো, অনুরাধা ?
আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা
হঠাৎ হঠাৎ চমকে ওঠে বিজলী ছটা
বৃষ্টি ধারায় ভেজায় আমায় কে আর বলো ?
তুমি ছাড়া আমার আছে কে আর বলো ?

মিছেই এতো ভাবাও কেন , অনুরাধা ?
তোমার চোখে চোখ রাখলেই হৃদ-কম্পন
মিথ্যে লাগে তুচ্ছ লাগে সকল বাঁধন
তুমিই আছো তুমিই থাকো আমার মনে
সুখ দুঃখের ভাগাভাগি তোমার সনে ।

কখন আবার হাসবে তুমি , অনুরাধা ?
এক জীবনের ইচ্ছেগুলো তোমায় নিয়ে
দূর আকাশের তারার মেলায় ডানা মেলে
তোমায় দেখেই ভুলবো সকল বিষণ্ণতা  
কখন আবার বলবো তোমায় মনের কথা ?

Thursday, 9 August 2012

অনুরাধা ৬ দিব্যজ্যোতি অনুরাধা ... রুনা লেইস


দিব্যজ্যোতি অনুরাধা ... রুনা লেইস


আমায় এমন অভিমানের কষ্ট দিয়ে
হৃদয় জুড়ে তীব্র দহন জ্বালিয়ে দিয়ে
কেমন করে তুমি এতো নীরব থাকো ?
কেমন করে মেঘের দেশে লুকিয়ে থাকো , অনুরাধা ?

কেমন করে স্বপ্নগুলো ছুঁয়ে ছুঁয়ে
আমার ভুবন ভরিয়ে যাও সত্যি করে
অবাক করা কাজগুলো সব তুমিই পারো
তবু কেন নিজেকে এতো আড়াল রাখো, অনুরাধা ?

সুখ দুঃখ দুটোই তোমার হাতের পুতুল
যখন যারে ইচ্ছে করে খেলাও তুমি
আমার সকল চাওয়া পাওয়ার প্রান্ত ছুঁয়ে
তুমিই আনো আলোর কিরন, দিব্যজ্যোতি অনুরাধা ।

Sunday, 29 July 2012

অনুরাধা ৫ হে অনুরাধা .... রুনা লেইস

                                   
      
                          হে অনুরাধা ....    রুনা লেইস
                         
                         
হে অনুরাধা,
                          তোমার উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা থেকে
                          নিরাপদ দূরে থাকাই ভালো
                          বড় বেশী বিদ্যুৎ- চৌম্বকীয় আকর্ষণ
                          আর খুব বেশী বিস্ফোরণময় বিন্যাস
                          ছোঁয়ার আগেই ঝলসে দিতে চায়
                          কিংবা ছুঁড়ে ফেলে বিদ্যুৎপৃষ্ঠ করে দূরে...।
                          এরকম অবলোহিত রশ্মি আর
                          বিষাক্ত গ্যাসের আবরণে ঢাকা
                          ব্যূহ ভেদ করে তোমাকে
                          খালি চোখে দেখা কার সাধ্য !!!


                          তবু, মাটির পৃথিবীতে দাঁড়িয়ে ধূলিকণা সম আমি
                          তোমাকেই দেখে যাই রাতের পর রাত
                          তোমার সম্মোহনে আবিষ্ট হই ,
                          আকর্ষণে আকৃষ্ট হই
                          তেজস্ক্রিয়তায় নিজেকে পোড়াই ।

                          দূরে থেকেও নিস্তার নেই,
                          তোমার আলোক রস্মি নিমেষে খুঁজে নেয়
                          আত্মার সকল আলো-অন্ধকার
                          দূর থেকে মায়াজালে
                          বেঁধে রাখো সকল স্বপ্নময় মুখ
                          অথচ আমার জন্য কেবলি ছুঁড়ে দাও
                          তোমার তীব্র স্ফুলিঙ্গ আর নিঃশব্দ ঝঙ্কার ।


Tuesday, 17 July 2012

অনুরাধা ৪ তুমিই পারো.... অনুরাধা রুনা লেইস


                                              
                              তুমিই পারো.... অনুরাধা          রুনা লেইস

                              তুমিই পারো হঠাৎ করে চমকে দিতে , অনুরাধা
                              প্রবল হাওয়ায় দিগ্বিদিক কাঁপিয়ে দিয়ে
                              সুখের ছোঁয়ায় ভুবন আমার ছাপিয়ে দিয়ে
                              উদাস চোখে মৃদু হেসে লাগাও ধাঁধা ,
                              তোমায় এমন কে আর বোঝে আমি ছাড়া , অনুরাধা ?

                              বাহারেরই সুরে ছড়াও করুণ বেহাগ
                              ছিন্ন বীণায় বাঁধতে পারো বসন্তরাগ
                              মাতাল করা দখিন হাওয়া তুমিই আনো
                              অমন করে কেন তুমি কাছে টানো ?
                              দৃপ্ত পায়ে এগিয়ে নিতে তুমিই পারো, দুঃসাহসী অনুরাধা ।

                              তোমায় দেখে কোথায় পালায় বিষণ্ণতা ?
                              কেমন করে বোঝো তুমি মনের কথা ?
                              সবাই বলে তুমি নাকি রহস্যময়
                              তোমায় নিয়েই কাটে আমার সকল সময়
                              তুমিই পারো সময় কে হায় থমকে দিতে , অনুরাধা ।

                              গোলাপ বনে কুঁড়ির এখন ছড়াছড়ি
                              নদীর জলে ভাসছে দেখো সুখের তরী ,
                              আবীর রাঙা সন্ধ্যাবেলায় মোহন সুরে
                              বুকের মাঝে সুখের পাখি গান যে ধরে ।
                              স্বপ্ন ছিঁড়ে হাতের মুঠোয় আনতে কেবল তুমিই পারো , অনুরাধা ।

                              নিশীথ রাতে আকাশ জুড়ে তারার মেলা
                              কথায় কথায় নিরবতায় যায় যে বেলা ,
                              নীলাভ নীলাভ লক্ষ্য তারা ছড়ায় আলো
                              আমায় ঘিরে তুমিই কেবল প্রদীপ জ্বালো ,
                              তুমিই পারো দিব্যজ্যোতির ঝলক দিতে, অনুরাধা ।

Wednesday, 11 July 2012

অনুরাধা ৩ দূর আকাশের প্রান্ত থেকে , অনুরাধা রুনা লেইস






দূর আকাশের প্রান্ত থেকে , অনুরাধা           রুনা লেইস
দূর আকাশের প্রান্ত থেকে , অনুরাধা
তাকিয়ে আছো অবাক চোখে
হাসছ কেন অমন করে মিটিমিটি ?

গোপন সুখের হাওয়ায় কেন ভাসাও তুমি
মনের ঘরে পাঠালে আজ কোন চিঠি ?

তুমি বোলো আর কে এমন আছে আমার তুমি ছাড়া ,
আর কে দেবে এমন করে অভয় বাণী মন কাড়া ?

নীল আঁধারের তারার মেলায় , অনুরাধা
তুমি কেন আমার ভুবন আলোয় ভরাও
এমন করে স্বপ্ন এনে সাজিয়ে দাও এই পৃথিবী ?

নিখিল ধরা তোমার ছোঁয়ায় সুখে ভাসাও
কি যাদুর মন্ত্র জানো , অনুরাধা ?

অনুরাধা ২ কি আর হবে অনুরাধা রুনা লেইস

                   কি আর হবে অনুরাধা      রুনা লেইস


                         কি আর হবে অনুরাধা ?
                     হয়তো আমি তোমার পথে পথ হারাবো
                     ভুল সময়ের শুদ্ধতাকে আগলে রবো
                     হয়তো আমি তোমার তরে
                     অজানা এক পথের ধারে
                     নিঃস্ব হয়ে দাঁড়িয়ে রবো ...


                     তোমায় ছেঁড়ে কোথায় যাবো , অনুরাধা ?
                     হয়তো তুমি জানবে না এই গোপন দহন
                     জানবে না যে ভালোবাসা পোড়ায় এমন
                     দূরে থেকেই শুধু তোমার স্বপ্ন ছোঁবো


                     কি আর ক্ষতি আমার বোলো, অনুরাধা ?
                     না হয় তুমি উদাস চোখে নাই তাকালে 
                     আমায় তুমি নাই দেখলে দৃষ্টি মেলে
                     বুকের মাঝে তবু যে পাই উষ্ণতা
                     কেমন করে ভাঙবো তোমার মৌনতা ?
                     কি ভাবে ওই দূর আকাশে হাত বাড়াবো ?

Tuesday, 10 July 2012

ANURADHA NAKSHATRA


ANURADHA NAKSHATRA
"Diamond  Thunderbolt  Energy  Balances  the  World"

NAKSHATRA ANURADHA (DISCIPLE OF DIVINE SPARK) CALLING TO ACTION
Western star name : β, δ and π Scorpii (Delta Scorpi)
Lord  : Shani (Saturn)
Symbol  : Triumphal archway, lotus
Indian zodiac : 3°20' - 16°40' Vrishchika
Western zodiac 29°20' Scorpio - 12°40' Sagittarius
Deity : Mitra, one of Adityas of friendship and partnership
Symbol: Lotus, Archway
Animal symbol: Female deer or hare

Radhana shakti: The                                      power                           of                          worship.   
Mitra is a benevolent Sun God imparting compassion, devotion and love. MITRA :An ally, a Vedic deity, usually associated with Varuna, a regent of the ocean and of the western direction. Mitra in the Vedic pantheon was one of the seven earliest Adityas presiding over day, calling all to activity, beholding all with an unwinking eye, sustaining earth and sky. Mitra is the presiding deity over Anuradha  , the 17th asterism, and Varuna is that of  Satbhisag . Aurobindo states that Mitra is the harmoniser, the builder, the constituent light, the god who affects the right unity, of which Varuna is thesubstance and the infinitely self-enlarging periphery.

Another important deity is Radha , the consort of Krishna and the feminine manifestation of the energy of God who encourages all beings to serve the Lord.

.Another important deity is Radha , the consort of Krishna and the feminine manifestation of the energy of God who encourages all beings to serve the Lord.