তুমিই পারো.... অনুরাধা রুনা লেইস
তুমিই পারো হঠাৎ করে চমকে দিতে , অনুরাধা
প্রবল হাওয়ায় দিগ্বিদিক কাঁপিয়ে দিয়ে
সুখের ছোঁয়ায় ভুবন আমার ছাপিয়ে দিয়ে
উদাস চোখে মৃদু হেসে লাগাও ধাঁধা ,
তোমায় এমন কে আর বোঝে আমি ছাড়া , অনুরাধা ?
বাহারেরই সুরে ছড়াও করুণ বেহাগ
ছিন্ন বীণায় বাঁধতে পারো বসন্তরাগ
মাতাল করা দখিন হাওয়া তুমিই আনো
অমন করে কেন তুমি কাছে টানো ?
দৃপ্ত পায়ে এগিয়ে নিতে তুমিই পারো, দুঃসাহসী অনুরাধা ।
তোমায় দেখে কোথায় পালায় বিষণ্ণতা ?
কেমন করে বোঝো তুমি মনের কথা ?
সবাই বলে তুমি নাকি রহস্যময়
তোমায় নিয়েই কাটে আমার সকল সময়
তুমিই পারো সময় কে হায় থমকে দিতে , অনুরাধা ।
গোলাপ বনে কুঁড়ির এখন ছড়াছড়ি
নদীর জলে ভাসছে দেখো সুখের তরী ,
আবীর রাঙা সন্ধ্যাবেলায় মোহন সুরে
বুকের মাঝে সুখের পাখি গান যে ধরে ।
স্বপ্ন ছিঁড়ে হাতের মুঠোয় আনতে কেবল তুমিই পারো , অনুরাধা ।
নিশীথ রাতে আকাশ জুড়ে তারার মেলা
কথায় কথায় নিরবতায় যায় যে বেলা ,
নীলাভ নীলাভ লক্ষ্য তারা ছড়ায় আলো
আমায় ঘিরে তুমিই কেবল প্রদীপ জ্বালো ,
তুমিই পারো দিব্যজ্যোতির ঝলক দিতে, অনুরাধা ।