এ কী হলো , অনুরাধা ...!!! রুনা লেইস
এ কী হলো তুমিই বলো , অনুরাধা
উথাল পাথাল মাতাল সাগর অশান্ত ঢেউ
কেন এমন তীব্র স্রোতে ভাসায় যে কেউ
নেই কূল নেই দিক চিহ্ন কোথায় যাবো ?
তোমার মতো আপন করে কাকে পাবো ?
কেন এমন হয় যে বলো, অনুরাধা ?
আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা
হঠাৎ হঠাৎ চমকে ওঠে বিজলী ছটা
বৃষ্টি ধারায় ভেজায় আমায় কে আর বলো ?
তুমি ছাড়া আমার আছে কে আর বলো ?
মিছেই এতো ভাবাও কেন , অনুরাধা ?
তোমার চোখে চোখ রাখলেই হৃদ-কম্পন
মিথ্যে লাগে তুচ্ছ লাগে সকল বাঁধন
তুমিই আছো তুমিই থাকো আমার মনে
সুখ দুঃখের ভাগাভাগি তোমার সনে ।
কখন আবার হাসবে তুমি , অনুরাধা ?
এক জীবনের ইচ্ছেগুলো তোমায় নিয়ে
দূর আকাশের তারার মেলায় ডানা মেলে
তোমায় দেখেই ভুলবো সকল বিষণ্ণতা
কখন আবার বলবো তোমায় মনের কথা ?
এ কী হলো তুমিই বলো , অনুরাধা
উথাল পাথাল মাতাল সাগর অশান্ত ঢেউ
কেন এমন তীব্র স্রোতে ভাসায় যে কেউ
নেই কূল নেই দিক চিহ্ন কোথায় যাবো ?
তোমার মতো আপন করে কাকে পাবো ?
কেন এমন হয় যে বলো, অনুরাধা ?
আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা
হঠাৎ হঠাৎ চমকে ওঠে বিজলী ছটা
বৃষ্টি ধারায় ভেজায় আমায় কে আর বলো ?
তুমি ছাড়া আমার আছে কে আর বলো ?
মিছেই এতো ভাবাও কেন , অনুরাধা ?
তোমার চোখে চোখ রাখলেই হৃদ-কম্পন
মিথ্যে লাগে তুচ্ছ লাগে সকল বাঁধন
তুমিই আছো তুমিই থাকো আমার মনে
সুখ দুঃখের ভাগাভাগি তোমার সনে ।
কখন আবার হাসবে তুমি , অনুরাধা ?
এক জীবনের ইচ্ছেগুলো তোমায় নিয়ে
দূর আকাশের তারার মেলায় ডানা মেলে
তোমায় দেখেই ভুলবো সকল বিষণ্ণতা
কখন আবার বলবো তোমায় মনের কথা ?
উথাল পাথাল মাতাল সাগর অশান্ত ঢেউ
কেন এমন তীব্র স্রোতে ভাসায় যে কেউ
নেই কূল নেই দিক চিহ্ন কোথায় যাবো ?
তোমার মতো আপন করে কাকে পাবো ?
কেন এমন হয় যে বলো, অনুরাধা ?
আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা
হঠাৎ হঠাৎ চমকে ওঠে বিজলী ছটা
বৃষ্টি ধারায় ভেজায় আমায় কে আর বলো ?
তুমি ছাড়া আমার আছে কে আর বলো ?
মিছেই এতো ভাবাও কেন , অনুরাধা ?
তোমার চোখে চোখ রাখলেই হৃদ-কম্পন
মিথ্যে লাগে তুচ্ছ লাগে সকল বাঁধন
তুমিই আছো তুমিই থাকো আমার মনে
সুখ দুঃখের ভাগাভাগি তোমার সনে ।
কখন আবার হাসবে তুমি , অনুরাধা ?
এক জীবনের ইচ্ছেগুলো তোমায় নিয়ে
দূর আকাশের তারার মেলায় ডানা মেলে
তোমায় দেখেই ভুলবো সকল বিষণ্ণতা
কখন আবার বলবো তোমায় মনের কথা ?
No comments:
Post a Comment