কার জন্যে ,অনুরাধা রুনা লেইস
কার জন্যে তুমি এমন কষ্টে থাকো
কার বিহনে অভিমানে লুকিয়ে থাকো ?
আমায় কি তা বলবে এবার অনুরাধা ?
তোমার নিয়ে আমার জীবন স্বপ্নে বিভোর
তোমার তরে মনটা আমার তৃষিত চকোর ,
তোমায় কখন কাছে পাবো ,অনুরাধা ?
একটু নাহয় স্পর্শ দিলে মনের ভুলে
আমার দিকেই একটু নাহয় পা বাড়ালে
কি আর ক্ষতি তোমার তাতে অনুরাধা ?
স্বপ্ন আমার তোমায় পেয়ে সত্যি হবে
জীবন আমার তোমায় নিয়ে ধন্য হবে
এইটুকু কি বেশী চাওয়া ,অনুরাধা ?
No comments:
Post a Comment