Saturday, 3 November 2012

অনুরাধা ১৪ তোমার জন্য, অনুরাধা রুনা লেইস


তোমার জন্য , অনুরাধা    রুনা লেইস

জানো না কি ,অনুরাধা
বৃষ্টি রাতের মিষ্টি বাতাস ভেজায় আমায়
এখন বলো চলার পথে কে আর থামায়
তোমার হাতে রেখেছি হাত এই যে আমি
তোমার পথেই পা ফেলে যে চলছি আমি ।
বুঝতে পারি , অনুরাধা
আঁধার মেঘে ঢাকুক আকাশ জানি আমি
না দেখেও আভাস যে পাই তোমার আমি
এমন করে আঁধার পথে ছড়াও আলো
তোমার মতো কে বাসে আর আমায় ভালো ।
তোমার জন্য , অনুরাধা
নই তো এখন একা যে আর তুমি আছো
হৃদয় মাঝে নূপুর পায়ে তুমিই নাচো
তোমায় ছাড়া আর কি কিছু ভাবতে পারি
মনের মাঝে তোমার আমার সুখের বাড়ি ।

No comments:

Post a Comment