আমার অনুরাধা রুনা লেইস
বৃষ্টি রাতের এমন মধুমায়ায়
মিষ্টি মিষ্টি আধো আলোছায়ায়
তোমার সাথে এই যে আমার খেলা
লুকোচুরি এমনি সারাবেলা
রুম ঝুম ঝুম নূপুর পরে পায়ে
যাও যে নেচে আমার অনুরাধা ।
তোমার আমার মিলন বাসর মাঝে
নিশীথ রাতের বৃষ্টি সানাই বাজে
গোপন সুখের মদির স্বপ্ন মাখা
দুটি চোখে কি যে মায়া আঁকা
আমার সুরে তোমার হৃদয় নাচে
জানো নাকি আমার অনুরাধা ?
জীবন জুড়ে সুখের ছড়াছড়ি
আকাশ জুড়ে উড়াও স্বপ্ন ঘুড়ি
কেমন করে দিন আসে দিন যায়
সে খবর তো রাখি না আর হায়
তোমার সাথেই যাচ্ছি ভেসে ভেসে
প্রিয়তমা আমার ,অনুরাধা ।
No comments:
Post a Comment