Thursday, 9 August 2012

অনুরাধা ৬ দিব্যজ্যোতি অনুরাধা ... রুনা লেইস


দিব্যজ্যোতি অনুরাধা ... রুনা লেইস


আমায় এমন অভিমানের কষ্ট দিয়ে
হৃদয় জুড়ে তীব্র দহন জ্বালিয়ে দিয়ে
কেমন করে তুমি এতো নীরব থাকো ?
কেমন করে মেঘের দেশে লুকিয়ে থাকো , অনুরাধা ?

কেমন করে স্বপ্নগুলো ছুঁয়ে ছুঁয়ে
আমার ভুবন ভরিয়ে যাও সত্যি করে
অবাক করা কাজগুলো সব তুমিই পারো
তবু কেন নিজেকে এতো আড়াল রাখো, অনুরাধা ?

সুখ দুঃখ দুটোই তোমার হাতের পুতুল
যখন যারে ইচ্ছে করে খেলাও তুমি
আমার সকল চাওয়া পাওয়ার প্রান্ত ছুঁয়ে
তুমিই আনো আলোর কিরন, দিব্যজ্যোতি অনুরাধা ।

No comments:

Post a Comment