খুঁজে নেবোই ,
অনুরাধা রুনা লেইস
আসবো কাছে তোমার এখন
মানবো নাতো কোন বারণ
চোখ রাঙানো মিষ্টি শাসন
এই হৃদয়ে তোমার আসন
তুমিই আমার, অনুরাধা ।
স্বপ্ন দেখাও স্বপ্ন সাজাও
বুকের ভেতর নূপুর বাজাও ,
ভালোবেসে ভুবন ভাসাও
নিঃস্ব আমি, আমি রাজাও
তোমার কাছে , অনুরাধা ।
হারাও যতই অজানাতে
দূর আকাশের সীমানাতে
হাজার তারার নিঝুম রাতে
যতই থাকো আড়ালেতে
খুঁজে নেবোই , অনুরাধা ।
No comments:
Post a Comment