হে অনুরাধা .... রুনা লেইস
হে অনুরাধা,
তোমার উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা থেকে
নিরাপদ দূরে থাকাই ভালো
বড় বেশী বিদ্যুৎ- চৌম্বকীয় আকর্ষণ
আর খুব বেশী বিস্ফোরণময় বিন্যাস
ছোঁয়ার আগেই ঝলসে দিতে চায়
কিংবা ছুঁড়ে ফেলে বিদ্যুৎপৃষ্ঠ করে দূরে...।
এরকম অবলোহিত রশ্মি আর
বিষাক্ত গ্যাসের আবরণে ঢাকা
ব্যূহ ভেদ করে তোমাকে
খালি চোখে দেখা কার সাধ্য !!!
তবু, মাটির পৃথিবীতে দাঁড়িয়ে ধূলিকণা সম আমি
তোমাকেই দেখে যাই রাতের পর রাত
তোমার সম্মোহনে আবিষ্ট হই ,
আকর্ষণে আকৃষ্ট হই
তেজস্ক্রিয়তায় নিজেকে পোড়াই ।
দূরে থেকেও নিস্তার নেই,
তোমার আলোক রস্মি নিমেষে খুঁজে নেয়
আত্মার সকল আলো-অন্ধকার
দূর থেকে মায়াজালে
বেঁধে রাখো সকল স্বপ্নময় মুখ
অথচ আমার জন্য কেবলি ছুঁড়ে দাও
তোমার তীব্র স্ফুলিঙ্গ আর নিঃশব্দ ঝঙ্কার ।
No comments:
Post a Comment