অভিসারে ,অনুরাধা রুনা লেইস
আজকে রাতের এই আঁধারে তোমার সাথেই দেখা হবে, অনুরাধা
আসবো আমি তোমার কাছেই অভিসারে পেরিয়ে আজ সকল বাঁধা
সাজিয়ে রেখো আমার তরে ফুলের বাসর
বাঁশির সুরে মদির গানে মাতবে আসর
এমন আশার স্বপ্ন ভরা এই শুভক্ষন
তোমার আমার এই মধুময় মদির মিলন ,
প্রিয়তমা ,অনুরাধা ।
বহুযুগের তৃষিত প্রাণ ভরবে আবার একই আলোয় ,অনুরাধা
গাইবো সে গান তোমার আমার প্রাণের বীণায় যে সুর সাধা
আসলো বুঝি এতদিনে সুখের পালা
পরিয়ে দিও আজকে তোমার ফুলের মালা
ভালোবাসায় জড়িয়ে নিও আমায় এবার
কতকিছু বাকী আছে তোমায় দেবার
দিব্যজ্যোতি ,অনুরাধা ।
No comments:
Post a Comment