Wednesday, 11 July 2012

অনুরাধা ২ কি আর হবে অনুরাধা রুনা লেইস

                   কি আর হবে অনুরাধা      রুনা লেইস


                         কি আর হবে অনুরাধা ?
                     হয়তো আমি তোমার পথে পথ হারাবো
                     ভুল সময়ের শুদ্ধতাকে আগলে রবো
                     হয়তো আমি তোমার তরে
                     অজানা এক পথের ধারে
                     নিঃস্ব হয়ে দাঁড়িয়ে রবো ...


                     তোমায় ছেঁড়ে কোথায় যাবো , অনুরাধা ?
                     হয়তো তুমি জানবে না এই গোপন দহন
                     জানবে না যে ভালোবাসা পোড়ায় এমন
                     দূরে থেকেই শুধু তোমার স্বপ্ন ছোঁবো


                     কি আর ক্ষতি আমার বোলো, অনুরাধা ?
                     না হয় তুমি উদাস চোখে নাই তাকালে 
                     আমায় তুমি নাই দেখলে দৃষ্টি মেলে
                     বুকের মাঝে তবু যে পাই উষ্ণতা
                     কেমন করে ভাঙবো তোমার মৌনতা ?
                     কি ভাবে ওই দূর আকাশে হাত বাড়াবো ?

No comments:

Post a Comment