এই তো এবার তোমার আসার সময় হল
একটু না হয় ভালোবাসার কথা বলো
এবার না হয় আমার দিকে দৃষ্টি ঢালো
বুকের মাঝে আলোক শিখা একটু জ্বালো
স্বপ্নময়ী অনুরাধা ।
কতো কতো প্রহর গেছে প্রতীক্ষাতে
কেটেছে ক্ষণ অভিমানে কষ্টপাতে
প্রাণের বীণা এবার তোমার সুরে সাধো
এবার তোমার আলিঙ্গনে আমায় বাঁধো
প্রিয়তমা অনুরাধা ।
তোমার পথেই একলা একা দাঁড়িয়েছিলাম
ফুলের মালায় তোমায় এবার জড়িয়ে নিলাম
আমায় ছেড়ে আর যেও না অনেক দূরে
আমায় শুধু রেখো তোমার হৃদয়পুরে
মায়াবতী অনুরাধা ।
একটু না হয় ভালোবাসার কথা বলো
এবার না হয় আমার দিকে দৃষ্টি ঢালো
বুকের মাঝে আলোক শিখা একটু জ্বালো
স্বপ্নময়ী অনুরাধা ।
কতো কতো প্রহর গেছে প্রতীক্ষাতে
কেটেছে ক্ষণ অভিমানে কষ্টপাতে
প্রাণের বীণা এবার তোমার সুরে সাধো
এবার তোমার আলিঙ্গনে আমায় বাঁধো
প্রিয়তমা অনুরাধা ।
তোমার পথেই একলা একা দাঁড়িয়েছিলাম
ফুলের মালায় তোমায় এবার জড়িয়ে নিলাম
আমায় ছেড়ে আর যেও না অনেক দূরে
আমায় শুধু রেখো তোমার হৃদয়পুরে
মায়াবতী অনুরাধা ।
No comments:
Post a Comment