Sunday, 11 November 2012

অনুরাধা ১৫ অসীম তো নয় ছোট্ট জীবন, অনুরাধা রুনা লেইস


অসীম তো নয় ছোট্ট জীবন, অনুরাধা      
রুনা লেইস

নতুন স্বপ্নে ভাসছি এখন ,অনুরাধা
সুখের জোয়ার এই আঁধারের সাগর জলে
অরূপরতন দিয়েছ আজ আমায় তুলে
এ কোন খুশী ছড়ালে আজ এই প্রাণেতে ।

এতো আলো জ্বাললে কেন অন্তরেতে
অবারিত জীবন দিলে নতুন দিনে
সকল গরল পান করে আজ পূর্ণ আমি
অমৃত স্বাদ লাভ করেছি এই ক্ষণেতে ।

কালসময়ের খেয়ালি হাত ঢাকলে তুমি
কঠিন পথে হাত বাড়ালে আমার দিকে
মনের ঘরে ধরা দিলে আপন হয়ে
কেমন করে সুখ ছড়ালে এই জীবনে ।

অসীম তো নয় ছোট্ট জীবন, অনুরাধা 
তোমায় বলো কেমন করে কি আর দেবো ?
ভালোবাসা ছাড়া যে আর নেই তো কিছুই
তোমার সাথেই যাবো এবার সহমরণে ।

No comments:

Post a Comment