Wednesday, 11 July 2012

অনুরাধা ৩ দূর আকাশের প্রান্ত থেকে , অনুরাধা রুনা লেইস






দূর আকাশের প্রান্ত থেকে , অনুরাধা           রুনা লেইস
দূর আকাশের প্রান্ত থেকে , অনুরাধা
তাকিয়ে আছো অবাক চোখে
হাসছ কেন অমন করে মিটিমিটি ?

গোপন সুখের হাওয়ায় কেন ভাসাও তুমি
মনের ঘরে পাঠালে আজ কোন চিঠি ?

তুমি বোলো আর কে এমন আছে আমার তুমি ছাড়া ,
আর কে দেবে এমন করে অভয় বাণী মন কাড়া ?

নীল আঁধারের তারার মেলায় , অনুরাধা
তুমি কেন আমার ভুবন আলোয় ভরাও
এমন করে স্বপ্ন এনে সাজিয়ে দাও এই পৃথিবী ?

নিখিল ধরা তোমার ছোঁয়ায় সুখে ভাসাও
কি যাদুর মন্ত্র জানো , অনুরাধা ?

No comments:

Post a Comment