অনুরাধা ২৪
রুনা লেইস
নীল কাঁথাতে রঙিন সুতোয় বুনছো স্বপ্নরেখা ,
বলবে কি আর স্বপ্ন তোমার কার চোখেতে দেখা ?
পাতায় পাতায় হাজার ছবি কতো আঁকাআঁকি
অনুরাধা , তোমায় ডাকে কোন সে স্বপ্নপাখি ?
তোমার চোখে চাঁদের আকাশ লক্ষ্য তারার গল্প
সবটুকু কি বলবে আমায় ,বলছো অল্প অল্প ।
কার বুকেতে লুকানো সেই রূপকথারই দেশ ?
স্বপ্নভেলায় কোন সাগরে ভাসো নিরুদ্দেশ ?
জানি আমি জানি শুধু আমায় বাসো ভালো ,
অনুরাধা , আমার চোখে তুমিই সকল আলো
রুনা লেইস
নীল কাঁথাতে রঙিন সুতোয় বুনছো স্বপ্নরেখা ,
বলবে কি আর স্বপ্ন তোমার কার চোখেতে দেখা ?
পাতায় পাতায় হাজার ছবি কতো আঁকাআঁকি
অনুরাধা , তোমায় ডাকে কোন সে স্বপ্নপাখি ?
তোমার চোখে চাঁদের আকাশ লক্ষ্য তারার গল্প
সবটুকু কি বলবে আমায় ,বলছো অল্প অল্প ।
কার বুকেতে লুকানো সেই রূপকথারই দেশ ?
স্বপ্নভেলায় কোন সাগরে ভাসো নিরুদ্দেশ ?
জানি আমি জানি শুধু আমায় বাসো ভালো ,
অনুরাধা , আমার চোখে তুমিই সকল আলো