Friday, 22 November 2013

অনুরাধা ২৪ রুনা লেইস

অনুরাধা ২৪
রুনা লেইস

নীল কাঁথাতে রঙিন সুতোয় বুনছো স্বপ্নরেখা ,
বলবে কি আর স্বপ্ন তোমার কার চোখেতে দেখা ?

পাতায় পাতায় হাজার ছবি কতো আঁকাআঁকি
অনুরাধা , তোমায় ডাকে কোন সে স্বপ্নপাখি ?

তোমার চোখে চাঁদের আকাশ লক্ষ্য তারার গল্প
সবটুকু কি বলবে আমায় ,বলছো অল্প অল্প ।

কার বুকেতে লুকানো সেই রূপকথারই দেশ ?
স্বপ্নভেলায় কোন সাগরে ভাসো নিরুদ্দেশ ?

জানি আমি জানি শুধু আমায় বাসো ভালো ,
অনুরাধা , আমার চোখে তুমিই সকল আলো

অনুরাধা ২৩ আমাকেই বলো , অনুরাধা রুনা লেইস


আমাকেই বলো , অনুরাধা
রুনা লেইস

চুপি চুপি শুধু আমাকেই বলো ,অনুরাধা
ভয় নেই আমি আছি খুব কাছাকাছি
কাচের মত স্বচ্ছ জলে ঢিল ছুঁড়োনা
জলতরঙ্গে প্রণয়কুসুম উঠবে দুলে
উড়ে যাবে ইন্দ্রলোকের স্বপ্ন প্রজাপতি
মেঘ ঘোমটায় আর ঢেকো না আলো
আড়ালে হারালে তোমার দিব্যজ্যোতি
বুকের মধ্যে নামবে মৃত্যু হিম
সারা মন জুড়ে হিম হিম শীতলতা ।

চুপি চুপি শুধু আমাকেই বলে দিও
স্বপ্ন ছোঁবে না স্বপ্নের কারবারি
ঐ জেগে আছে স্বপ্ন পাহারাওয়ালা
সেও বুঝি হায় জেগেই রয়েছে ঘুমে ,
সবুজ বৃক্ষে পাতায় পাতায় ফুলের মত
তুমিই থেকো আমার ভুবন হয়ে ,অনুরাধা
ভয় নেই আমি আছি সাথে এই রাতে
তোমার স্বপ্ন কেউ করবেনা চুরি
ছিনিয়ে নেবে না ফুলের সুরভী আর
উড়িয়ে দেবে না স্বপ্নের প্রজাপতি ।

Saturday, 20 July 2013

অনুরাধা ২২ অনিরুদ্ধ তুমি অনুরাধা রুনা লেইস

অনিরুদ্ধ তুমি অনুরাধা
রুনা লেইস       
গহন ঘুমের ভেতর শুনেছো বুঝি অনুরাধা     
অনন্ত অতিক্রান্ত অতীতের সুসংবদ্ধ উচ্চারণ  
ক্রমশই দিকচক্রবালে উদীয়মান               
নিকষ অন্ধকার চিরে অনিরুদ্ধ তুমি অনুরাধা ।
 
তোমার অপার উজ্জ্বলতায় আবারো           
চমকিত আমার ভুবন , মুখরিত প্রাণমন      
  সঘন বরষা রাতের ছেঁড়া ছেঁড়া মেঘ সরে গিয়ে
নিপুণ উদ্ভাস তোমার বাঁকা চাঁদের প্রান্তে ।   

উত্তাল মহাসাগরের বুকে একচিলতে        
আলোকোজ্জ্বল দ্বীপের রেখা যেন তুমি      
অনুরাধা ,ঘিরে থাকো অপরূপ রূপছটায়    
        এঁকে যাও চোখে চোখে রহস্যময় মায়াবী সম্মোহন।

   তমসা ক্লান্ত মন কখন যে অভিলাষী হয়ে ওঠে
     তোমার আলোর ছোঁয়ায় এক পলকেই অনুরাধা ,
উদাস বিষণ্ণ মন নিমিষেই চকিত বিহ্বল    
      অনুতে অনুতে এনেছ বুঝি আজ সুখের স্বর্ণায়ণ । 

Monday, 13 May 2013

অনুরাধা ২১ কে আছে আর আমার বলো ,অনুরাধা রুনা লেইস



কে আছে আর আমার বলো ,অনুরাধা
                                রুনা লেইস

চুপি চুপি আঁধার চিঁড়ে এই মাধবী চাঁদনী রাতে
     আসলে বুঝি পায়ে পায়ে আমার সাথে নিঝুম পথে
স্বপ্নগুলো সত্যি করে দিয়ে গেলে , অনুরাধা ।
    আমার যতো নিভৃত সুখ না বলা সব নিরব কথা
       নিজের বুকে গেঁথে নিলে আমার যতো দুঃখ ব্যাথা
কেমন করে জেনে নিলে প্রিয়তমা অনুরাধা ।

            মেঘের ভেতর লুকিয়ে আছো আকাশ ছুঁয়ে খুঁজি তোমায়  
     আবার কখন কাছে এসে আপন করে নেবে আমায়
    তুমি ছাড়া কে আছে আর আমার বলো ,অনুরাধা ।



                                                  
                   

অনুরাধা ২০ সুখের ঘরে রাখবে কি পা , অনুরাধা ? রুনা লেইস


সুখের ঘরে রাখবে কি পা , অনুরাধা ?
রুনা লেইস

চাঁদের ঘরে আমার তরেই স্বপ্ন বাঁধো 
প্রানের বীণায় মগ্ন হয়ে কি সুর সাধো
অনুরাধা , তুমি আমার  স্বপ্নপ্রিয়া    
      এক হলো যে তোমার আমার দুটি হিয়া । 

এই জীবনের কত হাসি কত কথ
লক্ষ কোটি মানুষ তাদের লক্ষ ব্যাথা
   তারই মাঝে তুমি আমার সুখের পরশ 
তোমার জন্য অষ্টপ্রহর রাত্রি দিবস


তুমি আমার রূপকথার জিয়ন কাঠি
ঢাকে আমায় তোমার আঁচল পরিপাটি 
ক্ষণে ক্ষণে জমছে ধুলো মলিন কাচে
তোমাকে ছাড়া এ মন কি আর প্রাণে বাঁচে ?

আমায় তুমি বেঁধে রেখো সুখের ডোরে
ভালোবাসার মোহন মায়ায় আপন করে 
কেন এতো দ্বিধার পাহাড় এতো বাধা
সুখের ঘরে রাখবে কি পা , অনুরাধা ?

Sunday, 27 January 2013

অনুরাধা ১৯ আমার প্রেমে অনুরাধা রুনা লেইস


আমার প্রেমে অনুরাধা
রুনা লেইস

চুপি চুপি চোখের কোনে
স্বপ্নের জাল বুনছো
মনের ভেতর উথাল পাথাল
কি খেলা যে খেলছো
কখন এসে ঘুমের ঘোরে
আমার নয়ন চুমছো
বারে বারে অনুরাধা
আমায় বুঝি ডাকছো ।

আমার সুখে আমার ঠোঁটে
হাসি হয়ে ঝরছো
আমার দুখে আমার বুকে
ব্যাথা হয়ে বইছো
তারায় তারায় আলোর মেলায়
আমার কথাই লিখছো
অনুরাধা, আমায় তুমি
জানি ভালোবাসছো ।

এমন মায়ার ইন্দ্রজালে
আমায় তুমি বাঁধছো
গোপন সুখের ঝর্ণাধারায়
আমার সাথেই ভাসছো
যখন তখন হৃদয় ছুঁয়ে
রঙধনু যে বুনছো
আমার প্রেমে অনুরাধা
আলো হয়ে জ্বলছো ।


Wednesday, 16 January 2013

অনুরাধা ১৮ ভুল করেও ভোলো না যে গন্তব্য,অনুরাধা রুনা লেইস


ভুল করেও ভোলো না যে গন্তব্য,অনুরাধা
রুনা লেইস

কতকটা কুয়াশা মাখা ,কতকটা হিম ঝরা পথ
এই নিঃসীম নক্ষত্রলোকের দুয়ার
আঁধার নির্জন , কিছুটা অবরুদ্ধ ,
তবু তুমি আসবে জানি , অনুরাধা ।

সময়গুলো খুব বেশী মন্ত্রপূত এবং সংগীতময়
দিকচিহ্ন গুলো দিকে দিকে দিশারী তোমার
কে ফেরাবে তোমায় এবার ?

স্বাতী কিংবা বিশাখার উজ্জ্বলতা নয়
স্তব্ধতার কানে কানে বাজাই
তোমারই নামের জপমালা
জানি আমি দ্বিধাহীন নিঃশঙ্কচিত্তে ।

ভুল করেও ভোলো না যে গন্তব্য
সে কেবল আমারই রয়েছে জানা
হে আমার প্রিয়তমা , অনুরাধা।

অনুরাধা ১৭ কবে সে আর বুঝবে তুমি , অনুরাধা রুনা লেইস


কবে সে আর বুঝবে তুমি , অনুরাধা
রুনা লেইস

এবার বুঝি সময় হলো , অনুরাধা
যাক পিছনে গ্লানি যতো
কে হয়েছে ভাগ্য হত
আমার মত এই অবেলায় ,
কি করে আর পেরুই বলো সকল বাঁধা ?

মন খুলে যা বলতে গেছি নাওনি কানে,
এখন কেন পোড়াও এমন অনল বানে
আকাশকুসুম স্বপ্ন দিয়ে সাজাও বাসর
তোমায় ছাড়া বিরান বুঝি এই চরাচর ।

যতই দূরে যাচ্ছি তোমার আসছি কাছে
তোমার আলোর ছটায় আমার ভুবন ভাসে
হৃদয় আমার তোমার কাছেই আছে বাঁধা
কবে সে আর বুঝবে তুমি , অনুরাধা ।