সুখের ঘরে রাখবে কি পা , অনুরাধা ?
রুনা লেইস
চাঁদের ঘরে আমার তরেই স্বপ্ন বাঁধো
প্রানের বীণায় মগ্ন হয়ে কি সুর সাধো
অনুরাধা , তুমি আমার স্বপ্নপ্রিয়া
এক হলো যে তোমার আমার দুটি হিয়া ।
এই জীবনের কত হাসি কত কথা
লক্ষ কোটি মানুষ তাদের লক্ষ ব্যাথা
তারই মাঝে তুমি আমার সুখের পরশ
তোমার জন্য অষ্টপ্রহর রাত্রি দিবস ।
তুমি আমার রূপকথার জিয়ন কাঠি
ঢাকে আমায় তোমার আঁচল পরিপাটি
ক্ষণে ক্ষণে জমছে ধুলো মলিন কাচে
তোমাকে ছাড়া এ মন কি আর প্রাণে বাঁচে ?
আমায় তুমি বেঁধে রেখো সুখের ডোরে
ভালোবাসার মোহন মায়ায় আপন করে
কেন এতো দ্বিধার পাহাড় এতো বাধা
সুখের ঘরে রাখবে কি পা , অনুরাধা ?
চাঁদের ঘরে আমার তরেই স্বপ্ন বাঁধো
প্রানের বীণায় মগ্ন হয়ে কি সুর সাধো
অনুরাধা , তুমি আমার স্বপ্নপ্রিয়া
এক হলো যে তোমার আমার দুটি হিয়া ।
এই জীবনের কত হাসি কত কথা
লক্ষ কোটি মানুষ তাদের লক্ষ ব্যাথা
তারই মাঝে তুমি আমার সুখের পরশ
তোমার জন্য অষ্টপ্রহর রাত্রি দিবস ।
তুমি আমার রূপকথার জিয়ন কাঠি
ঢাকে আমায় তোমার আঁচল পরিপাটি
ক্ষণে ক্ষণে জমছে ধুলো মলিন কাচে
তোমাকে ছাড়া এ মন কি আর প্রাণে বাঁচে ?
আমায় তুমি বেঁধে রেখো সুখের ডোরে
ভালোবাসার মোহন মায়ায় আপন করে
কেন এতো দ্বিধার পাহাড় এতো বাধা
সুখের ঘরে রাখবে কি পা , অনুরাধা ?
No comments:
Post a Comment