Monday, 13 May 2013

অনুরাধা ২১ কে আছে আর আমার বলো ,অনুরাধা রুনা লেইস



কে আছে আর আমার বলো ,অনুরাধা
                                রুনা লেইস

চুপি চুপি আঁধার চিঁড়ে এই মাধবী চাঁদনী রাতে
     আসলে বুঝি পায়ে পায়ে আমার সাথে নিঝুম পথে
স্বপ্নগুলো সত্যি করে দিয়ে গেলে , অনুরাধা ।
    আমার যতো নিভৃত সুখ না বলা সব নিরব কথা
       নিজের বুকে গেঁথে নিলে আমার যতো দুঃখ ব্যাথা
কেমন করে জেনে নিলে প্রিয়তমা অনুরাধা ।

            মেঘের ভেতর লুকিয়ে আছো আকাশ ছুঁয়ে খুঁজি তোমায়  
     আবার কখন কাছে এসে আপন করে নেবে আমায়
    তুমি ছাড়া কে আছে আর আমার বলো ,অনুরাধা ।



                                                  
                   

No comments:

Post a Comment