আমাকেই বলো , অনুরাধা
রুনা লেইস
চুপি চুপি শুধু আমাকেই বলো ,অনুরাধা
ভয় নেই আমি আছি খুব কাছাকাছি
কাচের মত স্বচ্ছ জলে ঢিল ছুঁড়োনা
জলতরঙ্গে প্রণয়কুসুম উঠবে দুলে
উড়ে যাবে ইন্দ্রলোকের স্বপ্ন প্রজাপতি
মেঘ ঘোমটায় আর ঢেকো না আলো
আড়ালে হারালে তোমার দিব্যজ্যোতি
বুকের মধ্যে নামবে মৃত্যু হিম
সারা মন জুড়ে হিম হিম শীতলতা ।
চুপি চুপি শুধু আমাকেই বলে দিও
স্বপ্ন ছোঁবে না স্বপ্নের কারবারি
ঐ জেগে আছে স্বপ্ন পাহারাওয়ালা
সেও বুঝি হায় জেগেই রয়েছে ঘুমে ,
সবুজ বৃক্ষে পাতায় পাতায় ফুলের মত
তুমিই থেকো আমার ভুবন হয়ে ,অনুরাধা
ভয় নেই আমি আছি সাথে এই রাতে
তোমার স্বপ্ন কেউ করবেনা চুরি
ছিনিয়ে নেবে না ফুলের সুরভী আর
উড়িয়ে দেবে না স্বপ্নের প্রজাপতি ।
No comments:
Post a Comment