Sunday, 27 January 2013

অনুরাধা ১৯ আমার প্রেমে অনুরাধা রুনা লেইস


আমার প্রেমে অনুরাধা
রুনা লেইস

চুপি চুপি চোখের কোনে
স্বপ্নের জাল বুনছো
মনের ভেতর উথাল পাথাল
কি খেলা যে খেলছো
কখন এসে ঘুমের ঘোরে
আমার নয়ন চুমছো
বারে বারে অনুরাধা
আমায় বুঝি ডাকছো ।

আমার সুখে আমার ঠোঁটে
হাসি হয়ে ঝরছো
আমার দুখে আমার বুকে
ব্যাথা হয়ে বইছো
তারায় তারায় আলোর মেলায়
আমার কথাই লিখছো
অনুরাধা, আমায় তুমি
জানি ভালোবাসছো ।

এমন মায়ার ইন্দ্রজালে
আমায় তুমি বাঁধছো
গোপন সুখের ঝর্ণাধারায়
আমার সাথেই ভাসছো
যখন তখন হৃদয় ছুঁয়ে
রঙধনু যে বুনছো
আমার প্রেমে অনুরাধা
আলো হয়ে জ্বলছো ।


No comments:

Post a Comment