Wednesday, 16 January 2013

অনুরাধা ১৮ ভুল করেও ভোলো না যে গন্তব্য,অনুরাধা রুনা লেইস


ভুল করেও ভোলো না যে গন্তব্য,অনুরাধা
রুনা লেইস

কতকটা কুয়াশা মাখা ,কতকটা হিম ঝরা পথ
এই নিঃসীম নক্ষত্রলোকের দুয়ার
আঁধার নির্জন , কিছুটা অবরুদ্ধ ,
তবু তুমি আসবে জানি , অনুরাধা ।

সময়গুলো খুব বেশী মন্ত্রপূত এবং সংগীতময়
দিকচিহ্ন গুলো দিকে দিকে দিশারী তোমার
কে ফেরাবে তোমায় এবার ?

স্বাতী কিংবা বিশাখার উজ্জ্বলতা নয়
স্তব্ধতার কানে কানে বাজাই
তোমারই নামের জপমালা
জানি আমি দ্বিধাহীন নিঃশঙ্কচিত্তে ।

ভুল করেও ভোলো না যে গন্তব্য
সে কেবল আমারই রয়েছে জানা
হে আমার প্রিয়তমা , অনুরাধা।

No comments:

Post a Comment