কবে সে আর বুঝবে তুমি , অনুরাধা
রুনা লেইস
এবার বুঝি সময় হলো , অনুরাধা
যাক পিছনে গ্লানি যতো
কে হয়েছে ভাগ্য হত
আমার মত এই অবেলায় ,
কি করে আর পেরুই বলো সকল বাঁধা ?
মন খুলে যা বলতে গেছি নাওনি কানে,
এখন কেন পোড়াও এমন অনল বানে
আকাশকুসুম স্বপ্ন দিয়ে সাজাও বাসর
তোমায় ছাড়া বিরান বুঝি এই চরাচর ।
যতই দূরে যাচ্ছি তোমার আসছি কাছে
তোমার আলোর ছটায় আমার ভুবন ভাসে
হৃদয় আমার তোমার কাছেই আছে বাঁধা
কবে সে আর বুঝবে তুমি , অনুরাধা ।
No comments:
Post a Comment