Tuesday, 10 July 2012

অনুরাধা ১ তোমার জন্যে,অনুরাধা রুনা লেইস

তোমার জন্যে,অনুরাধা        রুনা লেইস

তোমার
জন্যে তো কিছু  , অনুরাধা
সুখের স্রোতে ভাসতে ভাসতে স্বপ্ন বোনা ,
অসম্ভবের বিপরীতে ...... সম্ভাবনা ,
ভালোবাসার রঙে রঙিন দিন যে গোনা



ভীষণ ক্লান্ত হতে হতেও এগিয়ে চলা
নীরব হয়ে যেতে যেতেও , কথা বলা...
তোমায় ভালোবেসেই শুধু বয়ে চলা
বোঝো কি তা , অনুরাধা ?


এক জীবনে অনেক জীবন যাপন করা ,
তোমার সাথেই আমার যত বোঝাপড়া
পাড়ি দিতে হয় যে কতো কঠিন বাঁধা , 
জানো কি তা , অনুরাধা. .....
      

No comments:

Post a Comment