Sunday, 27 January 2013

অনুরাধা ১৯ আমার প্রেমে অনুরাধা রুনা লেইস


আমার প্রেমে অনুরাধা
রুনা লেইস

চুপি চুপি চোখের কোনে
স্বপ্নের জাল বুনছো
মনের ভেতর উথাল পাথাল
কি খেলা যে খেলছো
কখন এসে ঘুমের ঘোরে
আমার নয়ন চুমছো
বারে বারে অনুরাধা
আমায় বুঝি ডাকছো ।

আমার সুখে আমার ঠোঁটে
হাসি হয়ে ঝরছো
আমার দুখে আমার বুকে
ব্যাথা হয়ে বইছো
তারায় তারায় আলোর মেলায়
আমার কথাই লিখছো
অনুরাধা, আমায় তুমি
জানি ভালোবাসছো ।

এমন মায়ার ইন্দ্রজালে
আমায় তুমি বাঁধছো
গোপন সুখের ঝর্ণাধারায়
আমার সাথেই ভাসছো
যখন তখন হৃদয় ছুঁয়ে
রঙধনু যে বুনছো
আমার প্রেমে অনুরাধা
আলো হয়ে জ্বলছো ।


Wednesday, 16 January 2013

অনুরাধা ১৮ ভুল করেও ভোলো না যে গন্তব্য,অনুরাধা রুনা লেইস


ভুল করেও ভোলো না যে গন্তব্য,অনুরাধা
রুনা লেইস

কতকটা কুয়াশা মাখা ,কতকটা হিম ঝরা পথ
এই নিঃসীম নক্ষত্রলোকের দুয়ার
আঁধার নির্জন , কিছুটা অবরুদ্ধ ,
তবু তুমি আসবে জানি , অনুরাধা ।

সময়গুলো খুব বেশী মন্ত্রপূত এবং সংগীতময়
দিকচিহ্ন গুলো দিকে দিকে দিশারী তোমার
কে ফেরাবে তোমায় এবার ?

স্বাতী কিংবা বিশাখার উজ্জ্বলতা নয়
স্তব্ধতার কানে কানে বাজাই
তোমারই নামের জপমালা
জানি আমি দ্বিধাহীন নিঃশঙ্কচিত্তে ।

ভুল করেও ভোলো না যে গন্তব্য
সে কেবল আমারই রয়েছে জানা
হে আমার প্রিয়তমা , অনুরাধা।

অনুরাধা ১৭ কবে সে আর বুঝবে তুমি , অনুরাধা রুনা লেইস


কবে সে আর বুঝবে তুমি , অনুরাধা
রুনা লেইস

এবার বুঝি সময় হলো , অনুরাধা
যাক পিছনে গ্লানি যতো
কে হয়েছে ভাগ্য হত
আমার মত এই অবেলায় ,
কি করে আর পেরুই বলো সকল বাঁধা ?

মন খুলে যা বলতে গেছি নাওনি কানে,
এখন কেন পোড়াও এমন অনল বানে
আকাশকুসুম স্বপ্ন দিয়ে সাজাও বাসর
তোমায় ছাড়া বিরান বুঝি এই চরাচর ।

যতই দূরে যাচ্ছি তোমার আসছি কাছে
তোমার আলোর ছটায় আমার ভুবন ভাসে
হৃদয় আমার তোমার কাছেই আছে বাঁধা
কবে সে আর বুঝবে তুমি , অনুরাধা ।