Sunday, 14 October 2012

অনুরাধা ১৩ আমার অনুরাধা রুনা লেইস


আমার অনুরাধা   রুনা লেইস
  

বৃষ্টি রাতের এমন মধুমায়ায়
মিষ্টি মিষ্টি আধো আলোছায়ায়
তোমার সাথে এই যে আমার খেলা
লুকোচুরি এমনি সারাবেলা
রুম ঝুম ঝুম নূপুর পরে পায়ে
যাও যে নেচে আমার অনুরাধা ।

তোমার আমার মিলন বাসর মাঝে
নিশীথ রাতের বৃষ্টি সানাই বাজে
গোপন সুখের মদির স্বপ্ন মাখা
দুটি চোখে কি যে মায়া আঁকা
আমার সুরে তোমার হৃদয় নাচে
জানো নাকি আমার অনুরাধা ?

জীবন জুড়ে সুখের ছড়াছড়ি
আকাশ জুড়ে উড়াও স্বপ্ন ঘুড়ি
কেমন করে দিন আসে দিন যায়
সে খবর তো রাখি না আর হায়
তোমার সাথেই যাচ্ছি ভেসে ভেসে
প্রিয়তমা
আমার ,অনুরাধা

Thursday, 11 October 2012

অনুরাধা ১২ অভিসারে ,অনুরাধা রুনা লেইস



অভিসারে ,অনুরাধা        রুনা লেইস

আজকে রাতের এই আঁধারে তোমার সাথেই দেখা হবে, অনুরাধা
আসবো আমি তোমার কাছেই অভিসারে পেরিয়ে  আজ সকল বাঁধা
সাজিয়ে রেখো আমার তরে ফুলের বাসর
বাঁশির সুরে মদির গানে মাতবে আসর
এমন আশার স্বপ্ন ভরা এই শুভক্ষন
তোমার আমার এই মধুময় মদির মিলন ,
প্রিয়তমা ,অনুরাধা ।

বহুযুগের তৃষিত প্রাণ ভরবে আবার একই আলোয় ,অনুরাধা 
গাইবো  সে গান তোমার আমার প্রাণের বীণায় যে সুর সাধা
আসলো বুঝি এতদিনে সুখের পালা
পরিয়ে দিও আজকে তোমার ফুলের মালা
ভালোবাসায় জড়িয়ে নিও আমায় এবার
কতকিছু বাকী আছে তোমায় দেবার
দিব্যজ্যোতি ,অনুরাধা  ।

Tuesday, 2 October 2012

অনুরাধা ১১ স্বপ্নময়ী অনুরাধা রুনা লেইস



স্বপ্নময়ী অনুরাধা  রুনা লেইস
       
                                        এই তো এবার তোমার আসার সময় হল
                                        একটু না হয় ভালোবাসার কথা বলো
                                        এবার না হয় আমার দিকে দৃষ্টি ঢালো
                                        বুকের মাঝে আলোক শিখা একটু জ্বালো
                                                                   স্বপ্নময়ী অনুরাধা ।

                                       কতো কতো প্রহর গেছে প্রতীক্ষাতে
                                       কেটেছে ক্ষণ অভিমানে কষ্টপাতে
                                       প্রাণের বীণা এবার তোমার সুরে সাধো
                                       এবার তোমার আলিঙ্গনে আমায় বাঁধো
                                                                  প্রিয়তমা অনুরাধা ।

                                       তোমার পথেই একলা একা দাঁড়িয়েছিলাম
                                       ফুলের মালায় তোমায় এবার জড়িয়ে নিলাম
                                        আমায় ছেড়ে আর যেও না অনেক দূরে
                                        আমায় শুধু রেখো তোমার হৃদয়পুরে
                                                                    মায়াবতী অনুরাধা ।