Sunday, 14 October 2012
Thursday, 11 October 2012
অনুরাধা ১২ অভিসারে ,অনুরাধা রুনা লেইস
অভিসারে ,অনুরাধা রুনা লেইস
আজকে রাতের এই আঁধারে তোমার সাথেই দেখা হবে, অনুরাধা
আসবো আমি তোমার কাছেই অভিসারে পেরিয়ে আজ সকল বাঁধা
সাজিয়ে রেখো আমার তরে ফুলের বাসর
বাঁশির সুরে মদির গানে মাতবে আসর
এমন আশার স্বপ্ন ভরা এই শুভক্ষন
তোমার আমার এই মধুময় মদির মিলন ,
প্রিয়তমা ,অনুরাধা ।
বহুযুগের তৃষিত প্রাণ ভরবে আবার একই আলোয় ,অনুরাধা
গাইবো সে গান তোমার আমার প্রাণের বীণায় যে সুর সাধা
আসলো বুঝি এতদিনে সুখের পালা
পরিয়ে দিও আজকে তোমার ফুলের মালা
ভালোবাসায় জড়িয়ে নিও আমায় এবার
কতকিছু বাকী আছে তোমায় দেবার
দিব্যজ্যোতি ,অনুরাধা ।
Tuesday, 2 October 2012
অনুরাধা ১১ স্বপ্নময়ী অনুরাধা রুনা লেইস
এই তো এবার তোমার আসার সময় হল
একটু না হয় ভালোবাসার কথা বলো
এবার না হয় আমার দিকে দৃষ্টি ঢালো
বুকের মাঝে আলোক শিখা একটু জ্বালো
স্বপ্নময়ী অনুরাধা ।
কতো কতো প্রহর গেছে প্রতীক্ষাতে
কেটেছে ক্ষণ অভিমানে কষ্টপাতে
প্রাণের বীণা এবার তোমার সুরে সাধো
এবার তোমার আলিঙ্গনে আমায় বাঁধো
প্রিয়তমা অনুরাধা ।
তোমার পথেই একলা একা দাঁড়িয়েছিলাম
ফুলের মালায় তোমায় এবার জড়িয়ে নিলাম
আমায় ছেড়ে আর যেও না অনেক দূরে
আমায় শুধু রেখো তোমার হৃদয়পুরে
মায়াবতী অনুরাধা ।
একটু না হয় ভালোবাসার কথা বলো
এবার না হয় আমার দিকে দৃষ্টি ঢালো
বুকের মাঝে আলোক শিখা একটু জ্বালো
স্বপ্নময়ী অনুরাধা ।
কতো কতো প্রহর গেছে প্রতীক্ষাতে
কেটেছে ক্ষণ অভিমানে কষ্টপাতে
প্রাণের বীণা এবার তোমার সুরে সাধো
এবার তোমার আলিঙ্গনে আমায় বাঁধো
প্রিয়তমা অনুরাধা ।
তোমার পথেই একলা একা দাঁড়িয়েছিলাম
ফুলের মালায় তোমায় এবার জড়িয়ে নিলাম
আমায় ছেড়ে আর যেও না অনেক দূরে
আমায় শুধু রেখো তোমার হৃদয়পুরে
মায়াবতী অনুরাধা ।
Subscribe to:
Posts (Atom)