Monday, 13 May 2013

অনুরাধা ২১ কে আছে আর আমার বলো ,অনুরাধা রুনা লেইস



কে আছে আর আমার বলো ,অনুরাধা
                                রুনা লেইস

চুপি চুপি আঁধার চিঁড়ে এই মাধবী চাঁদনী রাতে
     আসলে বুঝি পায়ে পায়ে আমার সাথে নিঝুম পথে
স্বপ্নগুলো সত্যি করে দিয়ে গেলে , অনুরাধা ।
    আমার যতো নিভৃত সুখ না বলা সব নিরব কথা
       নিজের বুকে গেঁথে নিলে আমার যতো দুঃখ ব্যাথা
কেমন করে জেনে নিলে প্রিয়তমা অনুরাধা ।

            মেঘের ভেতর লুকিয়ে আছো আকাশ ছুঁয়ে খুঁজি তোমায়  
     আবার কখন কাছে এসে আপন করে নেবে আমায়
    তুমি ছাড়া কে আছে আর আমার বলো ,অনুরাধা ।



                                                  
                   

অনুরাধা ২০ সুখের ঘরে রাখবে কি পা , অনুরাধা ? রুনা লেইস


সুখের ঘরে রাখবে কি পা , অনুরাধা ?
রুনা লেইস

চাঁদের ঘরে আমার তরেই স্বপ্ন বাঁধো 
প্রানের বীণায় মগ্ন হয়ে কি সুর সাধো
অনুরাধা , তুমি আমার  স্বপ্নপ্রিয়া    
      এক হলো যে তোমার আমার দুটি হিয়া । 

এই জীবনের কত হাসি কত কথ
লক্ষ কোটি মানুষ তাদের লক্ষ ব্যাথা
   তারই মাঝে তুমি আমার সুখের পরশ 
তোমার জন্য অষ্টপ্রহর রাত্রি দিবস


তুমি আমার রূপকথার জিয়ন কাঠি
ঢাকে আমায় তোমার আঁচল পরিপাটি 
ক্ষণে ক্ষণে জমছে ধুলো মলিন কাচে
তোমাকে ছাড়া এ মন কি আর প্রাণে বাঁচে ?

আমায় তুমি বেঁধে রেখো সুখের ডোরে
ভালোবাসার মোহন মায়ায় আপন করে 
কেন এতো দ্বিধার পাহাড় এতো বাধা
সুখের ঘরে রাখবে কি পা , অনুরাধা ?