রুনা লেইস
সাতরঙা সব স্বপ্ন তোমার হাতের মুঠোয়
যখন তখন আমার পায়ের ধুলায় লুটোয়।
দুহাত ভরে সাজিয়ে দাও ফুলের মালায়
আমার মতো তোমায় এমন কে আর জ্বালায়
সইবে কত , ... অনুরাধা ?
এই যে জীবন, এতো বেশি কঠিন সময়
সব খানেতেই দুঃখ ব্যাথা যন্ত্রণাময়,
তোমার কাছেই সুখের খনি, খুশীর ছটা
কাটবে কি দিন আনন্দেতে বাকী ক’টা
দেবে কি হায় , ... অনুরাধা ?
এক জীবনে কয়টা জীবন জানি নাতো
পাহাড়, সাগর, আঁকাবাঁকা নদী কতো
এই প্রকৃতির নিবিড় মায়ায় জড়িয়ে রাখো,
আকাশ জুড়ে তোমার আলো, তুমিই থাকো
আমায় তোমার আলোয় রেখো... অনুরাধা ।