Thursday, 23 August 2012

অনুরাধা ৮ আমায় তোমার আলোয় রেখো... অনুরাধা রুনা লেইস


আমায় তোমার আলোয় রেখো... অনুরাধা
                        রুনা লেইস

সাতরঙা সব স্বপ্ন তোমার হাতের মুঠোয়
যখন তখন আমার পায়ের ধুলায় লুটোয়।
দুহাত ভরে সাজিয়ে দাও ফুলের মালায় 
আমার মতো তোমায় এমন কে আর জ্বালায়
সইবে কত , ... অনুরাধা ?

এই যে জীবন, এতো বেশি কঠিন সময়
সব খানেতেই দুঃখ ব্যাথা যন্ত্রণাময়,
তোমার কাছেই সুখের খনি, খুশীর ছটা
কাটবে কি দিন আনন্দেতে বাকী ক’টা
দেবে কি হায় , ... অনুরাধা ?

এক জীবনে কয়টা জীবন জানি নাতো
পাহাড়, সাগর, আঁকাবাঁকা নদী কতো
এই প্রকৃতির নিবিড় মায়ায় জড়িয়ে রাখো,
আকাশ জুড়ে তোমার আলো, তুমিই থাকো
আমায় তোমার আলোয় রেখো... অনুরাধা ।

Wednesday, 22 August 2012

অনুরাধা ৭ এ কী হলো , অনুরাধা ...!!! রুনা লেইস


এ কী হলো , অনুরাধা ...!!!    রুনা লেইস


এ কী হলো তুমিই বলো , অনুরাধা  
উথাল পাথাল মাতাল সাগর অশান্ত ঢেউ
কেন এমন তীব্র স্রোতে ভাসায় যে কেউ
নেই কূল নেই দিক চিহ্ন কোথায় যাবো ?
তোমার মতো আপন করে কাকে পাবো ?

কেন এমন হয় যে বলো, অনুরাধা ?
আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা
হঠাৎ হঠাৎ চমকে ওঠে বিজলী ছটা
বৃষ্টি ধারায় ভেজায় আমায় কে আর বলো ?
তুমি ছাড়া আমার আছে কে আর বলো ?

মিছেই এতো ভাবাও কেন , অনুরাধা ?
তোমার চোখে চোখ রাখলেই হৃদ-কম্পন
মিথ্যে লাগে তুচ্ছ লাগে সকল বাঁধন
তুমিই আছো তুমিই থাকো আমার মনে
সুখ দুঃখের ভাগাভাগি তোমার সনে ।

কখন আবার হাসবে তুমি , অনুরাধা ?
এক জীবনের ইচ্ছেগুলো তোমায় নিয়ে
দূর আকাশের তারার মেলায় ডানা মেলে
তোমায় দেখেই ভুলবো সকল বিষণ্ণতা  
কখন আবার বলবো তোমায় মনের কথা ?

Thursday, 9 August 2012

অনুরাধা ৬ দিব্যজ্যোতি অনুরাধা ... রুনা লেইস


দিব্যজ্যোতি অনুরাধা ... রুনা লেইস


আমায় এমন অভিমানের কষ্ট দিয়ে
হৃদয় জুড়ে তীব্র দহন জ্বালিয়ে দিয়ে
কেমন করে তুমি এতো নীরব থাকো ?
কেমন করে মেঘের দেশে লুকিয়ে থাকো , অনুরাধা ?

কেমন করে স্বপ্নগুলো ছুঁয়ে ছুঁয়ে
আমার ভুবন ভরিয়ে যাও সত্যি করে
অবাক করা কাজগুলো সব তুমিই পারো
তবু কেন নিজেকে এতো আড়াল রাখো, অনুরাধা ?

সুখ দুঃখ দুটোই তোমার হাতের পুতুল
যখন যারে ইচ্ছে করে খেলাও তুমি
আমার সকল চাওয়া পাওয়ার প্রান্ত ছুঁয়ে
তুমিই আনো আলোর কিরন, দিব্যজ্যোতি অনুরাধা ।