Wednesday, 19 September 2012

অনুরাধা ১০ কার জন্যে , অনুরাধা রুনা লেইস


কার জন্যে ,অনুরাধা      রুনা লেইস

কার জন্যে তুমি এমন কষ্টে থাকো
কার বিহনে অভিমানে লুকিয়ে থাকো ?
আমায় কি তা বলবে এবার অনুরাধা ?

তোমার নিয়ে আমার জীবন স্বপ্নে বিভোর
তোমার তরে মনটা আমার তৃষিত চকোর ,
তোমায় কখন কাছে পাবো ,অনুরাধা ?

একটু নাহয় স্পর্শ দিলে মনের ভুলে
আমার দিকেই একটু নাহয় পা বাড়ালে
কি আর ক্ষতি তোমার তাতে অনুরাধা ?

স্বপ্ন আমার তোমায় পেয়ে সত্যি হবে
জীবন আমার তোমায় নিয়ে ধন্য হবে
এইটুকু কি বেশী চাওয়া ,অনুরাধা ?

Sunday, 9 September 2012

অনুরাধা ৯ আকাশপ্রিয়া অনুরাধা রুনা লেইস

 
আকাশপ্রিয়া অনুরাধা      রুনা লেইস  

অনেক কথা বলবো এবার তোমার কাছে
তুমি থাকো আমার সকল সুরের মাঝে   
স্বপ্ন ডানায় উড়ে উড়ে তোমাকে পাই   
 ভালোবেসে তোমার মাঝেই হারাতে চাই
                           প্রিয়তমা অনুরাধা।

আমার মনে এতো খুশির রং ছড়ালে    
মেঘলা ভোরে বুকের মাঝে সুখ জড়ালে
 তোমার নিটোল প্রেমের মাঝে বন্দী আমি
  তোমার মায়ায় সবকিছু যে ভুলি আমি    
                             স্বপ্ন সাথী অনুরাধা। 

     আমিই তোমার বাঁশির দোসর ডাকছি এবার
সময় হল তোমার বুঝি সাড়া দেবার  ? 
আর কতকাল মৃদু হেসেই হারিয়ে যাবে 
তোমার পাশে এখন শুধু আমায় পাবে  
                     আকাশপ্রিয়া অনুরাধা ।