অনিরুদ্ধ তুমি অনুরাধা
রুনা লেইস
রুনা লেইস
গহন ঘুমের ভেতর শুনেছো
বুঝি অনুরাধা
অনন্ত অতিক্রান্ত অতীতের সুসংবদ্ধ উচ্চারণ
ক্রমশই দিকচক্রবালে উদীয়মান
নিকষ অন্ধকার চিরে অনিরুদ্ধ তুমি অনুরাধা ।
তোমার অপার উজ্জ্বলতায় আবারো
চমকিত আমার ভুবন , মুখরিত প্রাণমন
সঘন বরষা রাতের ছেঁড়া ছেঁড়া মেঘ সরে গিয়ে
নিপুণ উদ্ভাস তোমার বাঁকা চাঁদের প্রান্তে ।
উত্তাল মহাসাগরের বুকে একচিলতে
আলোকোজ্জ্বল দ্বীপের রেখা যেন তুমি
অনুরাধা ,ঘিরে থাকো অপরূপ রূপছটায়
এঁকে যাও চোখে চোখে রহস্যময় মায়াবী সম্মোহন।
তমসা ক্লান্ত মন কখন যে অভিলাষী হয়ে ওঠে
তোমার আলোর ছোঁয়ায় এক পলকেই অনুরাধা ,
উদাস বিষণ্ণ মন নিমিষেই চকিত বিহ্বল
অনুতে অনুতে এনেছ বুঝি আজ সুখের স্বর্ণায়ণ ।
অনন্ত অতিক্রান্ত অতীতের সুসংবদ্ধ উচ্চারণ
ক্রমশই দিকচক্রবালে উদীয়মান
নিকষ অন্ধকার চিরে অনিরুদ্ধ তুমি অনুরাধা ।
তোমার অপার উজ্জ্বলতায় আবারো
চমকিত আমার ভুবন , মুখরিত প্রাণমন
সঘন বরষা রাতের ছেঁড়া ছেঁড়া মেঘ সরে গিয়ে
নিপুণ উদ্ভাস তোমার বাঁকা চাঁদের প্রান্তে ।
উত্তাল মহাসাগরের বুকে একচিলতে
আলোকোজ্জ্বল দ্বীপের রেখা যেন তুমি
অনুরাধা ,ঘিরে থাকো অপরূপ রূপছটায়
এঁকে যাও চোখে চোখে রহস্যময় মায়াবী সম্মোহন।
তমসা ক্লান্ত মন কখন যে অভিলাষী হয়ে ওঠে
তোমার আলোর ছোঁয়ায় এক পলকেই অনুরাধা ,
উদাস বিষণ্ণ মন নিমিষেই চকিত বিহ্বল
অনুতে অনুতে এনেছ বুঝি আজ সুখের স্বর্ণায়ণ ।